G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

সোসিয়েদাদের সঙ্গে ড্র করল বার্সা

0

স্পোর্টস ডেস্ক :শনিবার (১৪ ডিসেম্বর)লা লিগায় সোসিয়েদাদের ঘরের মাঠে ২-২ গোলে ড্র করল বার্সেলোনা । এনোইতা স্টেডিয়ামে ১২ তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা । স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি মিকেল । ৩৮ তম মিনিটে এন্তোনি গ্রিজম্যান গোল করে সমতায় ফিরায় বার্সাকে ।বিরতি থেকে ফিরেই ৪৯ মিনিটের মাথায় গোল করে বার্সাকে ২-১ গোলে এগিয়ে নেন লুইস সুয়ারেজ । গোল হজম করে মরিয়া হয়ে খেলতে থাকে ইমানল আলগুয়াসিলের শির্ষরা । ৬২ তম মিনিটে আলেক্সজান্ডার ইসেক গোল করে সমতায় ফেরান স্বাগতিকদের । শেষে দুদলের খেলোয়াড়রা গোলের সুযোগ নষ্ট করলে ২-২ গোলে ড্র করে সন্তুষ্ট থাকে স্বাগতিকরা ।

Leave A Reply

Your email address will not be published.