কথাকলি প্রি-স্কুলে বই বিতরণ।
গতকাল ১ জানুয়ারি ২০২০ বুধবার সকাল ১১ টায় নগরীর কথাকলি প্রি-স্কুলের বই বিতরণ উৎসব- ২০২০ অনুষ্ঠিত হয়। এ সময় স্কুলের পরিচালকদের মধ্য উপস্থিত ছিলেন এম এ হুসাইন, জয়নাল আবেদীন, মুহাম্মদ ফরিদুল আলম, সোহেল তাজ, স্কুলের প্রধান শিক্ষক মীর আহামদ, শিক্ষিকা রোকসানা আক্তার, রুবাইয়াৎ আফরোজ সাদী প্রমুখ।
ctaj24/st