রহমানিয়ে শরিয়ত পীরে কামেল হযরত মাওলানা শাহজাদা মাহমদুল হক মজিদি (ম. জি. আ) পীর সাহেব কেবলা গারাংগিয়ার সভাপত্বিতে। ১২ জানুয়ারি২০২০ইং রবিবার বাদে মাগরিব শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লক্সে ট্রাস্ট বাংলাদেশ র্কতৃক পরিচালিত আগ্রাবাদস্থ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাসিক ত্বরিকত বৈঠক, জিকির ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হবে।এক প্রস বিজ্ঞপ্তিতে জানান এতে সকল ভক্ত অনুরক্তদের শাহ মজিদিয়া ইসলামী কমপ্লক্সের মাসিক তরিক্বত বৈঠক জিকির ও দোয়া মাহফিলে উপস্থিত থাকার আন্তরিক দাওয়াত জানিয়েছেন কমপ্লক্সের সম্মানিত পরিচালক শাহজাদা মাওলানা মঈনউদ্দীন মজিদী।