চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেছেন, আমি আপনাদেরই সন্তান। এলাকার উন্নয়ন ও মানুষের মৌলিক চাহিদা পূরণের দাবিতে আমি আপনাদেরই সাথে ছিলাম। জননেত্রী শেখ হাসিনা আমাকে মেয়র পদে মনোনয়ন দিয়েছেন। নির্বাচিত হলে নগর পিতা হিসাবে নয়, আমি আপনাদের সন্তান হিসেবে সেবা করব। সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, জলাবদ্ধতামুক্ত, শান্তিপূর্ণ নগরী হিসেবে গড়ে তুলব। বুধবার (১১ মার্চ) নগরের চান্দগাঁও মোহরায় পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, চট্টগ্রাম নগরের অন্যতম সমস্যা জলাবদ্ধতা, যানজট ও জলোচ্ছাস। এখানে জলাবদ্ধতা নিরসনে সিডিএ, সিটি কর্পোরেশন, ওয়াসাকে ১২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনী খাল ও নালা সংস্কার, উদ্ধার ও খনন কাজ বাস্তবায়ন করছে। এ কাজগুলো সম্পন্ন হলে জলাবদ্ধতার ভয়াবহতা আর থাকবেনা। যান চলাচল স্বাভাবিক রাখতে বহদ্দারহাট ফ্লাইওভার, মুরাদপুর লালখান বাজার ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে।
মহানগর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, কখন, কোথায় কাকে দিয়ে উন্নয়ন করাতে হবে জননেত্রী শেখ হাসিনা জানেন। একজন সৎ, যোগ্য, পরিচ্ছন্ন, মেধাবী জননেতা হিসেবে তিনি রেজাউলকে মনোনয়ন দিয়েছেন। তাই রেজাউলকে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়ন বুঝে নিন।
এ সময় সঙ্গে ছিলেন নগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, নগর আওয়ামীলীগ নেতা মো. ঈসা, জাতীয় নির্বাচন পরিচালানা কমিটির সদস্য আরশাদুল আলম বাচ্চু, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক হাবিবুল রহমান তারেক, মহিলা কাউন্সিলর জৌবাইরা নার্গিস খান, কাজি নুরুল আমিন মামুন, মোহরা ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক রফিকুল আলম যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন চৌধুরী, খালেদ খান, মো. জসিম, ছাত্রলীগ নেতা মিনার।