বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়েছে। সোমবার (০৬ এপ্রিল) সকালে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ তথ্য জানান।
বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৭৩ হাজার ৯৯০। এর মধ্যে ৬৯ হাজার ৪৪৪ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছেন দুই লাখ ৬০ হাজার ২৪৭ জন।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট তিন লাখ ৩৭ হাজার ৩১০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৯ হাজার ৬৩৪ জনের। তবে মৃতের হিসাবে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ১৫ হাজার ৮৮৭। আর আক্রান্ত হয়েছেন এক লাখ ২৮ হাজার ৯৪৮ জন।
মৃতের হিসাবে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে মৃতের সংখ্যা ১২ হাজার ৬৪১। মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৩১ হাজার ৬৪৬।
মৃতের সংখ্যা চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে আক্রান্ত হয়েছে ৯৩ হাজার ৭৮০ জন। এর মধ্যে আট হাজার ৯৩ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্য ও ইরানে মারা গেছে যথাক্রমে চার হাজার ৯৪৩ এবং তিন হাজার ৬০৩ জন।