জাতীয় সংসদে দায়িত্বরত ৪৩ জন কর্মরর্তা করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
আসন্ন (২০২০-২১) বাজেট অধিবেশনকে কেন্দ্র করে সংসদে দায়িত্বরত প্রায় ৩০০ কর্মকর্তা-কর্মচারীর করোনাভাইরাস পরীক্ষার নির্দেশ দেয়া হয়। গত ২ জুন থেকে এই পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় ৪৩ জনের রেজাল্ট পজিটিভ এসেছে। অথচ তাদের অধিকাংশের শরীরে তেমন কোনো উপসর্গ ছিলো না।
সংসদ মেডিক্যাল সেন্টারের চিফ মেডিক্যাল অফিসার আরিফুল হক সোমবার (৮ জুন) গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি বলেন, গত ২ জুন থেকে এই পরীক্ষা শুরু হয়।
পরীক্ষঅয় ৪৩ কর্মকর্তার শরীরে করোনা পজিভিট পাওয়া গেছে। এর মধ্যে ৮ জুন ১১ জনের শরীরে, ৭ জুন ১৬ জনের শরীরে এবং ৬ জুন চারজনের মধ্যে করোনা শনাক্ত হয়। বাকীগুলোর এর আগে শনাক্ত হয়