G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

ধর্ষণ ও বলাৎকার আজ দেশে মহামারী রূপ ধারণ করেছে

0

 

সারা দেশের নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন ও শিশু বলাৎকারের ঘটনার প্রতিবাদে শুক্রবার চন্দনাইশের বৈলতলীতে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ৯অক্টোবর শুক্রবার সকাল ১০টায় বৈলতলী ইউনুছ মার্কেট চত্বরে “পাক পাঞ্জাতন” এর আহবানে এই কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের সভাপতি আবদুল আওয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত হোসেন চৌধুরী রিপনের সঞ্চালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু আহমদ চৌধুরী জুনু,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইদ্রিস মেম্বার,চট্টগ্রাম জজ কোর্টের পিপি এড.নাসির উদ্দীন,ইসলামী ফ্রন্টের চন্দনাইশ(আংশিক) থানা সাধারণ সম্পাদক ডা.কলিমুল্লাহ,পাক পাঞ্জাতনের প্রতিষ্ঠাতা সদস্য নুরুল আবসার,মানবাধিকার সংস্থার সভাপতি আবুল কাশের আদ দায়িমী,সাধারণ সম্পাদক সাইফুল ইমরান সাইফু,যুবসেনা ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আলী কোং,জসিম উদ্দীন,লিটন ভূঁইয়া,আব্দুর শুক্কুর,জাহেদ,জারিফ,নাঈম ভূঁইয়া,রহিম,সাজ্জাদ,জামশেদ,রাশেল ভূঁইয়া প্রমুখ।

বক্তারা বলেন, ‘বর্তমান সময়ে দেশে শিশু, কিশোরী ও নারী ধর্ষণ, নির্যাতন ও শিশু বলাৎকার প্রবলভাবে বেড়ে গেছে। সম্প্রতি ছাত্রাবাসে স্বামীকে জিম্মি করে নববধুকে ধর্ষণ, নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ধারণ,১১বছরের ছাত্রকে ঘুমের ঔষধ খাইয়ে বলাৎকার, ৯বছরের শিশু কন্যাকে গণধর্ষণ এগুলো অসভ্য জাতীর পরিচয় বহন করে।ধর্ষণ ও বলাৎকার দেশে মহামারী রূপ নিয়েছে-উল্লেখ করে বক্তারা বলেন দেশে যেভাবে ধর্ষণ ও বলাৎকার বেড়েছে সেক্ষেত্রে দেশের আইনের পরিবর্তন করে ধর্ষণ ও বলাৎকারের কঠোর শাস্তি নিশ্চিত করা এখন সময়ের দাবী।বক্তারা আরো বলেন, ধর্ষকদের জনসম্মুখে শাস্তি দেওয়া হলে দেশে এসব অপরাধমূলক কর্মকান্ড অনেকাংশে কমে আসবে।

সি-তাজ.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.