তরিকত সম্মেলনের উদ্যোক্তা হযরত শাহসুফি আলহাজ্ব মাওলানা শাহজাদা মাহমুদুল হক মজিদী (ম.জি.আ) পীর ছাহেব কেবলা গারাংগিয়া সভাপতিত্বে আজমগড়ি সিলসিলার উজ্জ্বল নক্ষত্র গারাংগিয়া আলিয়া কামিল (এম.এ) মাদ্রাসাসহ অসংখ্যা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা রহমানিয়া শরীয়ত হযরত শাহ্সূফী আলহাজ্ব মাওলানা আব্দুল মজিদ (র.) প্রকাশ বড় হুজুর কেবলার ৪৩তম বার্ষিক ওফাত দিবস উপলক্ষে শুক্রবার বাদে জোহর হতে সারারাত ব্যাপি তরিক্বত সম্মেলন, যিকির, ওয়াজ ও দোয়া মাহফিল এবং প্রত্যেকের মরহুম পিতা-মাতা ও মুরব্বিগণের জন্যে ফাতেহা শরিফ দরবারে গারাংগিয়া আলীয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলে গারাংগিয়া সিলসিলার সকল ভক্তদের উপস্থিত তাকার অনুরোধ করা হয়েছে।
সি-তাজ.কম/এস.টি