আবদুস সালামের মাতার ইন্তেকালে গারাংগিয়ার পীর সাহেব ও দরবারে গারাংগিয়া ত্বরিকত সম্মিলন কমিটির শোক প্রকাশ
দরবারে গারাংগিয়ার অন্যতম অনুরক্ত-শুভাকাক্ষী, দরবারে গারাংগিয়া ত্বরিকত সম্মিলন এন্তজামিয়া কমিটির চেয়ারম্যান ও সিডিএ এর সাবেক চেয়ারম্যান মো. আবদুচ ছালামের শ্রদ্ধেয় মাতা আলহাজ্বা মাবিয়া খাতুন আজ ৩০ অক্টোবর দুপুরে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তাঁর মৃত্যুতে দরবারে গারাংগিয়ার পীর সাহেব শাহসূফী মাওলানা মাহমুদুল হক মজিদী এবং গারাংগিয়া ত্বরিকত সম্মিলন এন্তেজামিয়া কমিটির সদস্যগণ শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তাঁরা মরহুমার আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সি-তাজ.কম/এস.টি