একজন মুমিন অপর মুমিনের ভাই
আন্তর্জাতিক ১৯ দিন ব্যাপী ৫০তম মাহফিলে সীরতুন্নবী (স.)’র ১৪তম দিবসে বক্তারা বলেন
লোহাগড়া প্রতিনিধি: গতকাল ১১ নভেম্বর ২০২০ বুধবার শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (স.) এর ৫০তম মাহফিলের ১৪তম দিনের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার আঞ্জুমানে তোলাবায়ে সাবেকীন সভাপতি আলহাজ্ব মাওলানা মমতজুর রহমানের সভাপতিত্বে এদিন আলোচনা করেন রাজঘাটা হোছাইনিয়া আজিজুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা হাবিবুল ওয়াহেদ ও রাজঘাটা হোছাইনিয়া আজিজুল উলুম মাদরাসার মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা সাইয়্যিদুল আলম আরমানী। বক্তারা বলেন, একজন মুমিন অপর মুমিনের ভাই, বন্ধু ও অন্তরঙ্গ সাথী। জীবন চলার পথে সকল অঙ্গনে তারা অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ। নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই ভাই। ইসলামের আগমন হয়েছে হৃদয়ের সাথে হৃদয়ের সম্পর্ক স্থাপন করতে, গোত্রের সাথে গোত্রের মিল করতে এবং একই প্লাটফর্মে সকলের অবস্থান স্থির করতে। নৈতিক বন্ধনসমূহের প্রথম হলো ঈমানের বন্ধন। আর এটাই হলো সেই কেন্দ্রবিন্দু, যাতে মিলিত হয়েছে সকল মুমিন। সুতরাং ঈমান মুমিনদেরকে এমন এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছে, যা গোত্রীয় ভ্রাতৃত্বের চেয়ে সুদৃঢ়। ঈমানের বৈশিষ্ট্যই হলো সংঘবদ্ধ করা ও ঐক্য সৃষ্টি করা; বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত করা নয়। মাহফিল বাদ আছর আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসার ছাত্র মুহাম্মদ মুকিতুল্লাহর কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। নাতে রসুল পরিবেশন করেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার ছাত্র মোদ্দাচ্ছিরুল মোহাইমিন লায়িক। বাদ মাগরিবের অধিবেশনে কোরআন তেলাওয়াত করেন চুনতী হা-মীম একাডেমীর ছাত্র মুহাম্মদ সাইদুল ইসলাম ও নাতে রাসুল (সাঃ) পরিবেশন করেন মাদরাসা-ই আবু হুরায়রা (র.) ও বায়তুর রিদওয়ান হেফজখানার শিক্ষক হাফেজ মুহাম্মদ আনোয়ার। চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক জিয়াউল করিমের যৌথ সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতাওয়াল্লী কমিটির সহ-সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম কবির, ইসমাইল মানিক, সাংগঠনিক সম্পাদক শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, মুহাম্মদ মাহবুবুল হক, মাহফিল পরিচালনা কমিটির সদস্য তৈবুল হক বেদার, মুহাম্মদ ফুরকান হোসেন চৌধুরী প্রমুখ। খোৎবায়ে ছদর, মিলাদ শরীফ, মুনাজাত ও তবারুক পরিবেশনের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।
সি-তাজ.কম/এস.টি