ফটিকছড়ি প্রতিনিধি: টিকছড়িতে জামিয়া ফারুকীয়া নাজিরহাট মাদ্রাসার উদ্দ্যোগে শানে রিসালাত শীর্ষক আলোচনা অনুষ্ঠিত।এইচ.এম.সাইফুদ্দীন: ফটিকছড়ি উপজেলাধীন আল-জামিয়াতুল ফারুকীয়া নাজিরহাট মাদ্রাসার উদ্দ্যোগে শানে রিসালাত শীর্ষক আলোচনা সভা (১৮ নভেম্বর) বুববার বাদে আছর নাজিরহাট পৌরসভাস্থ ছকিনা কমিনিউটি সেন্টার অনুষ্টিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ম অধিবেশন অত্র মাদরাসা ছদরে মুহতামিম মাওলানা নুরুল আলম নছিরী ও ২য় অধিবেশন মুহতামিম মাওলানা সেলিমুল্লাহ।
কুরআন তেলোয়াতের মধ্যে শানে সিরাতুন্নবী (সঃ) এর আলোচনা ও প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জামেয়া ফারুকীয়ার সিনিয়ার শিক্ষক মাওলানা মাজফুজুর রহমান,মাওলানা মিজানুর রহমান,মাওলানা ইয়াছিন।এতে মাদরাসার শিক্ষার্থীরা প্রিয় নবী (সাঃ) এর জীবনী,হাম-নাদ,ইসলামি সংগীত,আরবী খোতবাসহ বিভিন্ন ইসলামী বিষয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতায় বিজয়ী ১ম,২য়,৩য়সহ ২০ জনকে পুরস্কৃত করা হয়।
মাওলানা মামুন ও মাওলানা হারুনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন অত্র জামিয়ার মুহাদ্দিস মাওলানা সালাহ উদ্দীন,সিনিয়ার শিক্ষক মাওলানা মুফতি হাসেম মাওলানা মিজান,হাফেজ মাওলানা ইদ্রীস সুন্দরপুরী
হাফেজ আব্দুল কাদের,মাওলানা আলী আকবর, মাওলানা আমির হোসেন,মাওলানা আব্দুর রহিম,মাওলানা নুর সাঈদসহ নাজিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সি-তাজ.কম/এস.টি