লোহাগড়া প্রতিনিধি:ট্টগ্রামের লোহাগাড়া থানার অন্তর্গত চুনতী ইউনিয়নে আন্তজাতিক ১৯দিনব্যাপী সিরাত ময়দান শাহ মঞ্জিলে আশেকে রাসুল (সা.) অলিকুলের শিরোমণি মুজাদ্দেদে মাহফিলে সিরাতুন্নবী (সা.) প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ.) এর একমাত্র শাহজাদা শাহ মাওলানা জামাল আহমদ (রহ.)১৩তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়। শাহ মঞ্জিল কর্তৃক পবিত্র মাহফিলে ইছালে ছওয়াবের মূল অনুষ্টান ৩০ তারিখ সোমবার বাদে আছর খতমে ক্বোরআনের মাধ্যমে আরম্ভ হয়।
মাগরিবের নামাযের পর যিকির মাহফিল,নাতে রাসুল পরিবেশন ও স্মৃতিচারণমূলক আলোচনা।
এতে আর উপস্থিত ছিলেন সিরত মাহফিল মাতোয়াল্লি কমিটির সভাপতি শাহ হাফেজুল ইসলাম আবুল কালাম আজাদ,লোহাগড়া উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির,সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আবদুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত,চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ফারুক হোসেন,মুহাম্মদ ইদ্রিস মিনহাজ,আমিনুর রহমান সিদ্দিকী,তৈবুল হক বেদার,আসমা উল্লাহ ইমরাদ,শাহজাদা আল্লামা শাহ ইমাম বাইহাকি,মাওলানা বোরহান ইকবাল,বাহরুল আছরার,এতে বক্তারা বলেন, দ্বীন কায়েমে শাহসুফী মাওলানা জামাল আহমদ (রহ.)’র অবদান অতুলনীয়। হেদায়তে নসিহত আখেরি মোনাজাত,তবারুক বিতরণের মাধ্যমে মাহফিল সম্পন্ন হয়।
সি-তাজ.কম/এস.টি