চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে
বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক ২বারের সাধারণ সম্পাদক,সাবেক প্রেসিডিয়াম সদস্য, মন্ত্রী ও সাংসদ সৈয়দ আশরাফুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী স্মরণে এক আলোচনা গতকাল ৩ জানুয়ারী সন্ধ্যায় ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচনা,গান ও আবৃত্তি অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি
বাবুল কান্তি দাশ,কবি আসিফ ইকবাল,শিক্ষক বিজয় শংকর চৌধুরী, সংগঠক সুজিত কুমার দাশ, সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসুদ্দী,কাকলী দাশ গুপ্তা, সুমন চৌধুরী,প্রীতম আচার্য্য,সাফাত বিন সানাউল্লাহ, প্রমুখ।
সভায় বক্তারা বলেন দেশপ্রেম,ত্যাগ,নিরহংকার ও আদর্শিক রাজনীতিবিদ হিসেবে সৈয়দ আশরাফুল ইসলাম প্রজন্মের মাঝে যুগ যুগ বেঁচে থাকে। জাতীয় চারনেতার হিসেবে নয় নিজেকে রাজনীতিতে সর্বস্তরের মানুষের জননেতা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন নিজের সততা,মেধা,দক্ষতা,নির্লোভ ও আদর্শিক মানুষ হিসেবে। ক্ষমতার খুব কাছে থেকেও যিনি কখনো নিজেকে বিলিয়ে দেন নি।সততার পুর্ণাঙ্গ দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন চির আদর্শিক ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে আমৃত্য কাজ করে গেছেন। নেতৃবৃন্দরা এই কিংবদন্তী মহান রাজনৈতিক নেতার আত্নার মাগফেরাত কামনা করেন।
সি-তাজ.কম/এস.টি