মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালীঃ
আগামীকাল চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন খতিবুল উম্মাহ তারুণ্যের আইডল আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা )। তিনি আগামীকাল রবিবার ১৭ জানুয়ারী ( বাদে জোহর) দক্ষিন চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন বাহারচরা সোলতানিয়া এমদাদুলউলুম মাদ্রাসার ৭৯ তম বার্ষিক সভায় প্রধান ওয়ায়েজ হিসেবে তাক্বরীর পেশ করবেন।
এতে দেশ বরেণ্য বহু আলেমগন নছীহত পেশ করবেন, উক্ত সভায় মাদ্রাসা কতৃপক্ষের পক্ষ থেকে সকলের প্রতি দ্বীনি দাওয়াত রহিল।