G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে মওলানা ভাসানীর মেয়ের অবস্থান কর্মসূচি

0

 

জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মেয়ে মাহমুদা খানম ভাসানী (৭০)। রোববার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল শহীদ মিনারে এ অবস্থান কর্মসূচি শুরু করেন তিনি। কর্মসূচিতে ছিলেন তার জ্যেষ্ঠ ছেলে ও ৩০ জানুয়ারি অনুষ্ঠিত টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মাহমুদুল হক সানু। রাত ৯টায় অবস্থান কর্মসূচি শেষ হয়।

কেন্দ্র দখল, জাল ভোট এবং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ এনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর দৌহিত্র ও ধানের শীষ প্রতীক প্রার্থী মাহমুদুল হক সানু বলেন, ‘আজ সারাদিন আমি আমার নির্বাচনী এলাকা ঘুরেছি, দেখেছি ভোটারদের মাঝে তীব্র ক্ষোভ। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আর ভোটারদের দাবিতে আজ আমি এবং আমার মা মাহমুদা খানম ভাসানীকে নিয়ে এই অবস্থান কর্মসূচি শুরু করলাম।’

তিনি বলেন, ‘ভোট কারচুপি, কেন্দ্র দখল, এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ নির্বাচন কমিশনে দেয়ার চেষ্টা করেছি, কিন্তু তারা আমার অভিযোগ গ্রহণ করেননি। এছাড়া টাঙ্গাইলের দায়িত্বে যিনি ছিলেন তিনি মির্জাপুর অবস্থান করছিলেন। তারা এভাবে নির্বাচনকে প্রহসনের নির্বাচনে পরিণত করছেন।’

অবস্থান কর্মসূচিতে বয়োজ্যেষ্ঠ মা ও মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মেয়ে মাহমুদা খানম ভাসানীর অংশ নেয়া প্রসঙ্গে বিএনপি মনোনীত এই প্রার্থী বলেন, ‘উনি আমার নির্বাচনের প্রস্তাবক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন বলেই এ প্রতিবাদে অংশ নিয়েছেন।’

সোমবার (১ ফেব্রুয়ারি) একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান মওলানা আবদুল হামিদ খান ভাসানীর দৌহিত্র মাহমুদুল হক সানু।

Leave A Reply

Your email address will not be published.