চন্দনাইশে স্মরনীয় বরনীয় ব্যক্তিদের নামে চারটি সেতুর নামকরনের দাবীতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান।
চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার ঐতিহাসিক বড় বড় নদীর উপর নির্মিতব্য ৪ টি সেতুর নামে চন্দনাইশের ক্ষনজন্মা মহাপুরুষদের নামে নাম করনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে স্মারক লিপি দিয়েছেন চন্দনাইশ উন্নয়ন ফোরাম চট্টগ্রাম, চন্দনাইশ উন্নয়ন ও সমাজকল্যান সমিতি চট্টগ্রামের নেতৃবৃন্দ। ৯ ফেব্রুয়ারী দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের মাধ্যমে এই স্মারক লিপি প্রদান করা হয়।স্মারক লিপিতে বলাহয়, গুনী মানুষের কদরে সমাজ ও দেশে গুনী মানুষ সৃষ্টি হয়। তাই চন্দনাইশের ক্ষনজন্মা মহাপুরুষ বিপ্লবী হাবিলদার রজব আলীর নামে দোহাজারী শঙ্খ নদীর উপর নির্মিত সেতুটির নাম হাবিলদার রজব আলী, চন্দনাইশের বরুমতি নদীর উপর নির্মিত বরুমতি সেতুটি বিপ্লবী মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান ইসলামাবাদী, রবকল চাঁনখামী নদীর উপর নির্মিত সেতুটি যাত্রা মোহন-যতীন্দ্র মোহন সেন গুপ্ত সেতু, বৈলতলী খোদারহাটে শঙ্খনদীর উপর নির্মিত সড়কটি বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী সেতু নাম করনে মাননীয় প্রধানমন্ত্রীর আসু হস্তক্ষেপ কামনা করে স্মারক লিপি দিয়েছেন। স্মারক লিপি প্রদানে উপস্থিত ও বিষয়টির সাথে একমত পোষন করেছেন চন্দনাইশ উন্নয়ন ও সমাজ কল্যান সমিতির সাধারন সম্পাদক মোহাম্মদ আবু বক্কর, চন্দনাইশ উন্নয়ন ফোরামের সভাপতি মাওলানা রেজাউল করিম তালুকদার, সাধারণ সম্পাদক সোহেল ফখরুদ-দীন, সহ সভাপতি মোহাম্মদ আবদুর রহিম,মাস্টার হুমায়ুন কবির, অমর কান্তি দত্ত, মহিউদ্দিন চৌধুরী, সৈয়দ শিবলী সাদেক কপিল,মোহাম্মদ শহীদুল আলম, এড. খায়ের আহমদ, বিজয় চক্রবর্তী, বিমল তালুকদার,মোহাম্মদ মনজুর আলম,মোহাম্মদ ওসমান গনি, তারেকুল ইসলাম, লিটন বড়ুয়া, আবদুল কাদের প্রমুখ
সি-তাজ২৪.কম/এস.টি