সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের উপদেষ্টা, সাবেক সাধারণ সম্পাদক বর্ষীয়ান রাজনীতিবিদ এম এ গনি ) লন্ডনে সময় ৩.৩০ মিনিটে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, যুক্তরাজ্যের লন্ডনের চেলসি অ্যান্ড ওয়েস্টমিনিস্টার (কোভিড-১৯) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিলো ৮১ বছর। এদিকে প্রবীণ এই আওয়ামী রাজনীতিবিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সভাপতি বাবুল কান্তি দাশ ও সাধারণ সম্পাদক আসিফ ইকবালসহ নেতৃবৃন্দ। এক শোকবিবৃতিতে নেতৃবৃন্দরা মরহুমের আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।