বাঁশখালী প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীতে করোনার টিকা গ্রহন করেছেন পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সেলিমুল হক চৌধুরী। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে টিকা গ্রহণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ শফিউর রহমান মজুমদার, পৌরসভার কাউন্সিলর জমশেদ আলম, বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের মো: জয়নাল আবেদীন, মো: শাহেদ মিয়া, শিপংকর সুশীল, জয়নাল আবেদীন পৌরসভার সড়কবাতি পরিদর্শক মোঃ জমির উদ্দীন।
i
এ ব্যাপারে পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ সেলিমুল হক চৌধুরী জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্ঠায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত বিশ্বের সবচেয়ে উন্নত ও দামী করোনার টিকা বাংলাদেশে বিনামূল্যে প্রদান করা হয়েছে, এটি প্রধানমন্ত্রীর উপহার।
একটি মহল করোনার টিকা নিয়ে অপ-প্রচার চালাচ্ছে। তাদের ভুল ধারনাকে ভেঙে দিতে আওয়ামীলীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে করোনার টিকা গ্রহণ করলাম। পর্যায়ক্রমে সকল শ্রেণি পেশার মানুষ এ টিকা গ্রহণ করতে পারবে।