বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ষষ্ঠ ধাপে ১১ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল। এর মধ্যে চট্টগ্রামে শুধুমাত্র বোয়ালখালী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। সীমানা নির্ধারণসহ বিভিন্ন জটিলতায় প্রায় দেড় বছর মেয়াদ উত্তীর্ণের পর বোয়ালখালী পৌরসভার এই তফশীল ঘোষণা করা হলো। বুধবার নির্বাচন কমিশনের ৭৭তম সভা শেষে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ। মনোনয়ন যাচাই-বাছাই করা হবে ১৯ মার্চ এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২৪ মার্চ। ১১ পৌরসভার মধ্যে রয়েছে-পঞ্চগড়ের দেবীগঞ্জ, দিনাজপুরের সেতাবগঞ্জ, ঝালকাঠি পৌরসভা, ফরিদপুরের ভাঙ্গা, কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী, ফেনীর সোনাগাজী, নোয়াখালীর কবিরহাট, কুমিল্লার নাঙ্গলকোট, চট্টগ্রামের বোয়ালখালী ও যশোরের নওয়াপাড়া (অভয়নগর)।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.