বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হবে আজ। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করবে দলটি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার বিকাল ৩টায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা হবে। এতে সভাপতিত্ব করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি মহাসচিবসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত থাকবেন।
বেঠক শেষে বিকাল ৪টায় গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করবেন বলে জানান শায়রুল কবির।
ধারণা করা হচ্ছে, হেফাজত ইসলামের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হবে। এছাড়া হেফাজতের হরতাল কর্মসূচি নিয়ে দলের অবস্থান জানাতে পারে বিএনপি।
সি-তাজ২৪.কম/এস.টি