দেশজুড়ে শুরু হওয়া এক সপ্তাহের ‘লকডাউন’ আরও বাড়বে কি না, সেটি পর্যালোচানা করে সিদ্ধান্ত নেওয়া হবে বৃহস্পতিবার।
সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, পরিস্থিতি দেখে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। বৃহস্পতিবার পর্যালোচনা করা হবে। দেখা যাক অবস্থা কী হয়।
‘লকডাউনের’ মধ্যেই বই মেলা চলা নিয়ে প্রশ্নে তিনি বলেন, এটি সংস্কৃতি মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের সঙ্গে কথা বলতে হবে।
করোনার টিকাদান কার্যক্রম প্রসঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া ৬ এপ্রিল শেষ হবে। এরপর ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
দেশে ভ্যাকসিনের সংকট হবে না জানিয়ে তিনি বলেন, দ্বিতীয় ডোজের কার্যক্রম চলতে চলতে বাকি ভ্যাকসিন চলে আসবে। এ ছাড়া বৈঠকে সবার মাস্ক পরিধানের ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বারোপ করেছেন বলেও উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব।
সি-তাজ২৪.কম/এস.টি