আবদুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
ডাকাতির প্রস্তুতিকালে কক্সবাজার শহরের কলাতলী থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র ও গুলিসহ রায়হান নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে কলাতলীর বখতিয়ারঘোনা এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
আটক রায়হান শহরের বখতিয়ার ঘোনা এলাকার আব্দুর রশীদের ছেলে।
ডিবির ওসি শেখ মোহাম্মদ আলী জানান, একদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে শহরের বখতিয়ার ঘোনা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ রায়হানকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতিসহ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান তিনি।।
কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ যুবক আটক।।
আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি।।
ডাকাতির প্রস্তুতিকালে কক্সবাজার শহরের কলাতলী থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র ও গুলিসহ রায়হান নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে কলাতলীর বখতিয়ারঘোনা এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
আটক রায়হান শহরের বখতিয়ার ঘোনা এলাকার আব্দুর রশীদের ছেলে।
ডিবির ওসি শেখ মোহাম্মদ আলী জানান, একদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে শহরের বখতিয়ার ঘোনা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ রায়হানকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতিসহ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান তিনি।।
সি-তাজ২৪.কম/এস.টি