হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ও মহানগর কমিটি বিলুপ্তি করার পর তিন সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
হেফাজতের অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেয়া হয়েছে। এতে প্রধান উপদেষ্টা হিসেবে আছেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী ও মহাসচিব আল্লামা নুরুল ইসলাম।
হেফাজতের ফেসবুকের ঘোষণায় বলা হয়, চলমান অস্থির ও নাজুক পরিস্থিতি বিবেচনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ও মহানগর কমিটি বিলুপ্তি ঘোষণা পরবর্তী উপদেষ্টা কমিটির পরামর্শেক্রমে তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো।
বর্তমান হেফাজতের আহ্বায়ক কমিটি-
প্রধান উপদেষ্টা : আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী
আমীর : আল্লামা জুনায়েদ বাবুনগরী
মহাসচিব : আল্লামা নুরুল ইসলাম
এই ৩ সদস্যের আহ্বায়করা অতি দ্রুত হেফাজতে ইসলাম বাংলাদেশের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করবেন।
বাংলাদেশে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন সংগঠনটির আমীর জুনায়েদ বাবুনগরী।
রোববার রাত এগারোটার সময় প্রকাশ করা এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় বাবুনগরী এই ঘোষণা দেন।
এই সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে বাবুনগরী ‘দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায়’ নেয়ার কথা উল্লেখ করেছেন।
এখন অনেকটা আকস্মিকভাবেই সংগঠনের আমির কমিটি বিলুপ্ত ঘোষণা করলেন।
জুনায়েদ বাবুনগরী ভিডিও বার্তায় বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন এবং দ্বীনি সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিকে কিছু গুরুত্বপূর্ণ সদস্যের পরামর্শক্রমে বিলুপ্ত ঘোষণা করা হলো।
তবে তিনি বলেছেন, আগামীতে আহ্বায়ক কমিটির মাধ্যমে আবার হেফাজতে ইসলামের কার্যক্রম শুরু হবে।
সি-তাজ২৪.কম/এস.টি