G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বোয়ালখালীতে স্বাস্হ্য বিধিনিষেধ না মানার দায়ে ৪টি মামলায়, ভ্রাম্যমান আদালত ১ হাজার,নয় শত টাকা অর্থদন্ড

0

 

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী। করোনা ভাইরাস এখন মহামারী রুপ ধারন করেছে। তাই জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য আজ ২৭ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার উপজেলাও পৌর এলাকায় ও গোমদন্ডী ফুলতল ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

তিনি বিভিন্ন দোকান ও শপিংমলে দোকান মালিক সমিতি ও সাধারণজসগনকে স্বাস্থ্য বিধি মেনে চলতে নির্দেশনা প্রদান করেন।

স্বাস্থ্য বিধি ভঙ্গ করায় – সংক্রামক আইন ২০১৮ এর ২৪ ধারায় ৪টি মামলায় ১হাজার, নয়শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এছাড়া জনসচেতনতার লক্ষ্যে মাস্ক বিতরণ করার সময় আবারওসবাইকে স্বাস্থ্য বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেন।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.