G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

সাতকানিয়া সোনাকানিয়ায় সেলিম উদ্দিন চৌধুরীর ৬০০ পেকেট উপহার সামগ্রী পৌঁছে দিলো প্রতিটি ওয়ার্ডে

0

 

মোঃ রিফাত চাটগাঁর তাজ সাতকানিয়া প্রতিনিধি। ২৬শে এপ্রিল সোমবার সকাল ১১টায় সেলিম চৌধুরীর নিজ তহবিল থেকে হতদরিদ্র গরীব অসহায় ও দলীয় নেতা কর্মীদের মাঝে ৬০০ পেকেট ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এই সময়ে উপস্থিত ছিলেন সোনাকানিয়া আওয়ামী লীগের সহ সভাপতি আহমদ কবির ভেট্টা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সত্তার চৌধুরী, সোনাকানিয়া যুবলীগের সভাপতি আব্দুল হালিম, সহ-সভাপতি সুলতান মির্জা, যুবলীগ নেতা মঞ্জুর আলম, ফরহাদ হোসেন,মোস্তাফিজুর রহমান, ছাত্রলীগ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মোঃ সোহেল, সাকিব, মামুন ,আরমান প্রমুখ।
উপহার সামগ্রীতে রয়েছে তৈল পেঁয়াজ চাউল চনা আলু ইত্যাদি।
সেলিম উদ্দিন চৌধুরী বলেন প্রতিবছরের ন্যায় এবছর ও সোনাকানিয়া প্রতিটি ওয়ার্ডে দলীয় নেতা-কর্মী এবং হতদরিদ্র গরীব অসহায় ও দিনমজুর মানুষকে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছি। তিনি আরো বলেন করোনাভাইরাস মহামারী দ্বিতীয় ধাপের কারণে মানুষ অনেক সমস্যার সম্মুখীন এই জন্য সোনাকানিয়া প্রতিটি ওয়ার্ডে দিনমজুর গরিব হতদরিদ্র মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষকে এবং দলীয় নেতা কর্মীদের কাছে আমার উপহার সামগ্রী পৌছে দিচ্ছি।তিনি আরো জানান সোনাকানিয়া সহ সাতকানিয়া বিত্তশালী যারা আছে তাদের কে উদাত্ত আহ্বান জানান আপনাদের যার যার সামর্থ্যন অনুযায়ী সবাইকে আমার মত ত্রাণ ও ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। মহামারী করোনাভাইরাস থেকে বাঁচার জন্য নিজে সচেতন হই এবং অন্যজনকে সচেতন হওয়ার চেষ্টা করি সরকারের আদেশ অনুযায়ী মাক্স পড়ে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ ।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.