G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বিরোধীদল হিসেবে ব্যর্থতার পরিচয় দিয়েছে বিএনপি: কাদের

0

 

দেশে আন্দোলন করার মতো কোন পরিস্থিতি তৈরী হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। দায়িত্বশীল বিরোধীদল হিসেবে বিএনপি ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৭ এপ্রিল) শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, মহামারির এই সময়ে অপরাজনীতি পরিহার করে দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের ভাগ্য উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছেন।করোনা পরিস্থিতি মোকাবিলায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নীতিবাচক রাজনীতি প্রতি কারো কোনো আস্থা নেই। দলকে চাঙ্গা রাখতে, কর্মীদের চাঙ্গা রাখতে যখন যা খুশি তাই বলছেন তারা। তাদের রাজনীতি এখন সরকারকে বিরোধীতা করা। তারা নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ। পাশাপাশি দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে, সে কারণে তাদেরই টপ টু বটম পদত্যাগ করা উচিত।

তিনি বলেন, ক্ষমতায় গেলে অনেকেই জনগণের জন্য কাজ করেন না, বিষয়টি তারা বেমালুম ভুলে যান। তবে, শেরেবাংলা ও বঙ্গবন্ধু ছিলেন ব্যতিক্রম। তাদের পথ অনুসরণ করে বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনা দেশের মানুষের জন্য কাজ করছেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.