চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও যাদুঘরের নির্বাহী পরিচালক,দেশের বিশিষ্ট লেখক ও ভাষা আন্দোলন বিশ্লেষক, অধ্যাপক এম.আর মাহবুবের ১ম মৃত্যুবার্ষিকীর স্মরণ
সন্ধ্যা গত সোমবার রাতে ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচনা,গান ও আবৃত্তিতে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি সভাপতি বাবুল কান্তি দাশ, সহ সসভাপতি বিজয় শংকর চৌধুরী,সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, উপদেষ্ঠা সুজিত কুমার দাশ,পশ্চিমবঙ্গের কবি রাজীব ঘাঁটি, সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসূদ্দী লোপা, সঙ্গীতা চৌধুরী, গুপ্তা,লিয়াকত হোসেন,সাফাত বিন সানাউল্লাহ,সুমন চৌধুরী, হৃদয় দে, প্রমুখ। সভায় বক্তারা বলেন ভাষা আন্দোলন,ভাষা সৈনিকদের জীবনের, রাষ্ট্রভাষা আন্দোলনের নানা প্রেক্ষাপট ও ইতিহাসের তথ্য উপাত্ত নিয়ে প্রায় ৫০টি গবেষণালব্দ বই আমাদের মাঝে উপহার দিয়েছেন অধ্যাপক এম.আর মাহবুব।যা আমাদের জন্য সত্যিই অনন্য প্রাপ্তি। বাংলাদেশের ভাষা আন্দোলন নিয়ে প্রথম বেসরকারিভাবে যাদুঘর করে রাষ্ট্রভাষা বাংলা সংগ্রামের নানা ইতিহাস তিনি আমাদেরকে উপহার দিয়েছেন।ভাষা আন্দোলন গবেষণা ও লেখালেখির জন্য অধ্যাপক মাহবুব আমাদের কাছে চির স্মরণযোগ্য হয়ে থাকবে।এই গুণী ব্যক্তিকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেয়ার আহবান জানানো হয়।
সি-তাজ২৪.কম/এস.টি