মিরসরাই প্রতিনিধিঃ শিহাব উদ্দিন শিবলু। আজ মহান মে দিবস। শ্রমজীবী মেহনতি মানুষের দিন। শ্রমিক শ্রেণির আন্তর্জাতিক সংহতির দিন। বাংলাদেশসহ বিশ্বের সব দেশে দিনটি যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বসহকারে পালিত হচ্ছে। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে প্রতি বছর সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হয়। এরই ধারাবাহিকতায় শ্রমজীবী মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মিরসরাইতে সেহেরী ও ইফতার বিতরণ করেছে সামাজিক সংগঠন সমতুল্য এর সদস্যরা।
১লা মে শ্রমিক দিবসে রাত ২টায় মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার বিভিন্ন শ্রমজীবিদের মাঝে সেহরী বিতরণ এবং সন্ধ্যায় মিরসরাই পৌরসভার বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের মাঝে দুই ধাপে ৭৫ প্যাকেট ইফতার ও সেহেরী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রধান সমন্বয়ক আকাশ দাশ, অন্যান্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন, হৃদয়,শরিফ,আবিদ,সাকিব,রাজন,রাহাত,জাহেদ,ইমন,আসিফ,ফাহিম,রিগান,শিহাব,জুহান,দয়াময় প্রমুখ।
সংগঠনটির প্রধান সমন্বয়ক আকাশ দাশ বলেন, আমাদের সাকিব আল হাসান এর এই ফ্যান ক্লাবটি ২০১৮ সাল থেকে সূচনা হওয়ার পর থেকে বিভিন্ন সামাজিকমূলক কাজ করে যাচ্ছে, তার ই ধারাবাহিকতায় মহান মে দিবস উপলক্ষে সাকিবিয়ান অব মিরসরাই এর সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন “সমতুল্য” থেকে দুই ধাপে ৭৫ প্যাকেট ইফতার ও সাহেরী বিতরণ সম্পূর্ণ করলাম।যারা আমাদের সহযোগিতা করেছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। বর্তমানের মতো ভবিষ্যতে যদি মানুষ আমাদের পাশে থাকে তাহলে আমরা অনেক দূর এগিয়ে যাবো।