প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী। ৭ মে, শুক্রবার বিকেলে কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ উপহার ২৫টি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, লবণ, চিনি, চনাবুট, সেমাই, চুটকি, নুডুলস, পায়েস মিক্স, পিয়াজ, ঘি এবং নগদ অর্থ।
পাঠশালা’র উদ্যোক্তা সুব্রত দত্ত রাজুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, সাংবাদিক আবুল ফজল বাবুল, পৌর কাউন্সিলর সুনিল চন্দ্র ঘোষ, বিভুপদ ঘোষ, প্রভাস চক্রবর্তী, আবু সুফিয়ান রাজীব, বিকাশ সিকদার ও তোফায়েল আহমেদ।
সি-তাজ২৪.কম/এস.টি