মিরসরাই প্রতিনিধিঃ শিহাব উদ্দিন শিবলু
চট্টগ্রামের মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের মুরাদপুর এলাকায় বজ্রপাতে সাজ্জাদ হোসেন (১৬) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত সাজ্জাদ হোসেন উপজেলার কমর আলী হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র।
রবিবার (৬ জুন) সকালে বাবার সাথে মাঠে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে স্কুল ছাত্রের মৃত্যু হয়। এঘটনায় গুরুতর আহত হয় বাবা মোশাররফ হোসেন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সাহেরখালী ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী।
সি-তাজ. কম