G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

শেখ হাসিনার কারামুক্তি দিবসে মিরসরাই উপজেলা ছাত্রলীগের দোয়া মাহফিল

0

 

মিরসরাই প্রতিনিধিঃ শিহাব উদ্দিন শিবলু : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৩ তম কারামুক্তি দিবসে তার দীর্ঘায়ু কামনায় মিরসরাই উপজেলা ছাত্রলীগের এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

শুক্রবার (১১ জুন) মিরসরাই উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে বাদ মাগরিবে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা, যুগ্ম-আহ্বায়ক জাফর ইকবাল নাহিদ,মোঃআরিফুর রহমান, মিথুন শর্মা,সদস্য রিফাত হোসেন সাদ্দাম,মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নূর সাফা নয়ন, ওসমানপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ হাসান সহ অন্যান্য ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগ নেতৃবৃন্দ।

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেয়ে আমরা গর্বিত। তার নেতৃত্বে দেশ উন্নয়নের উচ্চ সোপানে পৌঁছে যাচ্ছে। তার জন্য ছাত্রলীগ সবসময় নিবেদিত ছিলো, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। আমরা দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘয়ু কামনা করি।

প্রসঙ্গত, সেনা সমর্থিত ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই কারাবন্দি হন তৎকালীন বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান শেখ হাসিনা।

কারাগারে থাকাকালে শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়েন। তখন চিকিৎসার জন্য তাকে মুক্তি দেওয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। আওয়ামী লীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপোষহীন মনোভাব ও অনঢ় দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।

Leave A Reply

Your email address will not be published.