G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

ইকুয়েডরকে ৩-০ গোলে উড়িয়ে দিলো আর্জেন্টিনা

0

মোহাম্মদ জাবেদ হাসান অমি

ইকুয়েডের বিপক্ষে ৩-০ গোলের জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো আর্জেন্টিনা।

কোপা আমেরিকার শেষ আটে এ-গ্রুপের এক নম্বর দল আর্জেন্টিনার সাথে বি-গ্রুপের চার নম্বর দল ইকুয়েডরের খেলাটি আজ রোববার (৪ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হয়।

শুরুর দিকে একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছিলেন লিওনেল মেসি। পরে কী দারুণভাবেই না সেটা পুষিয়ে দিয়েছেন তিনি। গোল করেছেন, করিয়েছেন। অধিনায়কের নৈপুণ্যে ইকুয়েডরকে হারিয়ে কোপা আমেরিকার সেমি-ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।

গোইয়ানিয়ার অলিম্পিকো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে কোয়ার্টার-ফাইনালে ৩-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির দল। প্রথমার্ধের শেষ দিকে রদ্রিগো পল দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের শেষ দিকে ব্যবধান বাড়ান মেসি ও লাউতারো মার্তিনেস।

এই জয়ে টানা চতুর্থবারের মতো শেষ চারে গেল আর্জেন্টিনা। এক আসর পর ফাইনালে যেতে এদিনই আরেক কোয়ার্টার-ফাইনালে টাইব্রেকারে উরুগুয়েকে হারানো কলম্বিয়ার বিপক্ষে খেলবে তারা।

স্কোর লাইন যেমন বলছে ম্যাচ ততটা সহজ ছিল না। মার্তিনেসের গোলের আগ পর্যন্ত ম্যাচে ভালোভাবেই ছিল ইকুয়েডর। সমতা আনার বেশ কিছু সুযোগও পেয়েছিল দলটি। সেগুলো কাজে লাগাতে না পারার খেসারত দিতে হলো পরে।

Leave A Reply

Your email address will not be published.