বরেণ্য গণসংগীত শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীর এর মৃত্যুেতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শোক প্রকাশ
কিংবদন্তী গণসংগীত ও স্বাধীন বাংলা বেতারের শিল্পী, বীর মুক্তিযোদ্ধা, গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের অগ্নিকন্ঠ,দেশের সংগীত জগতের প্রবাদ পুরুষ ফকীর আলমগীর এর মৃত্যুতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি চিত্রনায়ক আলমগীর, কার্যকরী সভাপতি কন্ঠশিল্পী রফিকুল আলম, সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অভিনেত্রী তারিন জাহান ও তানভীর সুইটি, চলচ্চিত্র বিষয়ক সম্পাদক চিত্রনায়িকা কামরুন নাহার বেগম শাহনুরসহ জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
এছাড়াও শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্রগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক এডভোকেট কামরুন নাহার বেগম, সাধারণ সম্পাদক আবুল বশর ও কেন্দ্রীয় সমন্বয়ক, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান, জেলার সহ সভাপতি মো জসিম উদ্দিন চৌধুরী, সৈয়দা সাহেদা সুলতানা, জেলার যুগ্ন সাধারণ সম্পাদক হাজী মো: সেলিম রহমান ও মাহফুজ উল্লাহ চৌধুরী সুমন।
বিবৃতিতে তারা বলেন, ফকির আলমগীর ছিলেন একাধারে বহু গুণের অধিকারী, মেধাবী ও গুণী। তার মৃত্যুতে দেশ একজন সাহসী, সজ্জন ও গুণী ব্যক্তিকে হারাল।তার মৃত্যুতে বাঙালি সংস্কৃতি ও সাংস্কৃতিক বোদ্ধা মহলের অফুরণীয় ক্ষতি হল, যা পূরণ হবার মতো নয়। জাতি একজন কিংবদন্তি সাংস্কৃতিক জগতের উজ্জ্বল নক্ষত্রকে হারাল। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সি-তাজ২৪.কম/এস.টি