রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর আবদুল হামিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর মো: আনোয়ারুল আজিম আরিফকে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ভিসি পদে নিয়োগ দিয়েছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ৩১(১) ধারা অনুযায়ী আগামী চার বছরের জন্য তাকে এই নিয়োগ দেয়া হয়। ২৮ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ এর উপসচিব শামিমা বেগম স্বাক্ষরিত একপত্রের মাধ্যমে রাষ্ট্রপতির এই আদেশটি আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়। বিজ্ঞপ্তি
সি-তাজ২৪.কম/এস.টি