প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: করোন ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত আজ ৩১- ০৭- ২১ইংতারিখে ৯ দিন ব্যয়াপি লকডাউনে কার্যকর ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে উপজেলা নিবার্হী অফিসার জনাব নাজমুন নাহার নেতৃত্বে
শাকপুরা চৌমুহনী, গোমদন্ডী ফুলতল, উপজেলা সদর, হাজীর হাট, জোট পুকুর ও বেঙ্গুরা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় সরকারি নির্দেশনা অমান্য করে স্বাস্থ্য বিধি ভঙ্গ করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন- ২০১৮ এর আওতায় ১৯টি মামলা দায়ের করে ২৯হাজার২শত টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া অসহায় ১০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা এবং মাস্ক বিতরণ করা হয়।
সি-তাজ২৪.কম/এস.টি