শিহাব উদ্দিন শিবলু,মিরসরাই প্রতিনিধি: শনিবার ( ৩১ জুলাই) চট্টগ্রাম জেলা পরিষদের আওতাধীন ১ নং ওয়ার্ডের (১-১২ ইউনিয়ন ও দুই পৌরসভার) করোনাকালীন দুস্থ, অসহায় ও কর্মহীন ৪০০ জনসাধারনের জন্য চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শেখ মোহাম্মদ আতাউর রহমান। তিনি উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীদের হাতে তান সামগ্রী হস্তান্তর করেন।
শেখ মোহাম্মদ আতাউর রহমান বলেন,বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে বিপর্যয় সৃষ্টি হয়েছে।বাংলাদেশে এখন এর দ্বিতীয় ঢেউ চলতেছে এ-ই করোনা থেকে মানুষের জীবন বাঁচানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী তার পুরোধর্ষী নেতৃত্বে একদিকে যেমন কঠোর কর্মসূচি নিয়েছে লকডাউন সহ মানুষের জীবন বাঁচানোর জন্য পাশাপাশি এ-ই লকডাউন কর্মসূচিতে যারা কর্মহীন হয়ে পড়েছেন। যারা কাজ হারাচ্ছে, দিন মজুর, শ্রমিক শ্রেনীর যারা আছেন সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন এবং অন্যান্য সংস্থা যারা আছেন ওদের দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন। তাই আমাদের চট্টগ্রাম জেলা পরিষদ এর পক্ষ থেকে করোনার দ্বিতীয় ঢেউয়ে দ্বিতীয়বারের মতো মিরসরাইয়ের ১ -১২টি ইউনিয়ন এবং দুইটি পৌরসভার নেতাকর্মীদের মাঝে ত্রাণ সামগ্রী গুলি বুঝিয়ে দেওয়া হয়।
সি-তাজ২৪.কম/এস.টি