G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

দাম কমাতে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু

0

 

সরবরাহ কমে যাওয়ায় দেশের বাজারে বাড়ছে কাঁচা মরিচের দাম। ইতোমধ্যে স্থানীয় বাজারে কাঁচা মরিচের কেজিপ্রতি দাম ২০০ টাকা ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে দেশে কাঁচা মরিচের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে ভারত থেকে আমদানি শুরু হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতের সঙ্গে দেশের সীমান্ত বন্ধ থাকলেও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যস্থতায় বিশেষ ব্যবস্থায় ভোমরা ও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি হচ্ছে এই কাঁচা মরিচ।

সোমবার সন্ধ্যায় নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি অনুবিভাগ) এ এইচ এম সফীকুজ্জামান।

তিনি বলেন, ‘ইতোমধ্যে আমদানিকারকদের অনুকূলে প্রয়োজনীয় আমদানি পারমিট (আইপি) ইস্যু করা হয়েছে। কাঁচা মরিচের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় আমদানি পারমিট (আইপি) ইস্যু আগামীতেও চালু রাখবে সরকার।’

স্থলবন্দর সূত্রে জানা গেছে, আমদানি পারমিট ইস্যুর অংশ হিসেবে সোমবারই ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে দুই ট্রাক কাঁচা মরিচ। আরও ১২টি ট্রাক বাংলাদেশে ঢোকার প্রক্রিয়ায় রয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান জে কে এন্টারপ্রাইজ ভারত থেকে এসব কাঁচা মরিচ আমদনি করছে।

এ ছাড়া সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৬৫০ টন কাঁচা মরিচ আমদানি করছে তিনটি আমদানিকারক প্রতিষ্ঠান। এর মধ্যে মেসার্স বিএইচ ট্রেডিং অ্যান্ড কোং ১৫০ টন, মেসার্স গোন্ডেন এন্টারপ্রাইজ ২০০ টন এবং মেসার্স সাজ্জাদ এন্টারপ্রাইজ ৩০০ মেট্রিক টন ভারতীয় কাঁচা মরিচ আমদানি শুরু করছে, যা বুধবারের মধ্যে বাংলাদেশে ঢুকবে।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.