মু. মিজান বিন তাহের, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী, চট্টলবীর চট্টগ্রাম পূর্বাঞ্চলীয় গেরিলা বাহিনীর অধিনায়ক, চট্টগ্রাম নেভাল অপারেশন জ্যাকপট এর প্রধান বেইজ কমান্ডার, চট্টগ্রাম আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম শহর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম মুজিব বাহিনীর প্রথম পতাকা উত্তলনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ মৌলভী সৈয়দ আহমেদের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বুধবার (১১ আগস্ট) সকাল ১১ টায় শেখেরখীল লালজীবন পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণ কবরস্থানে মরহুমের কবরে পুষ্পমালা অর্পন করা হয়।
বাঁশখালী উপজেলা যুবলীগের উদ্যোগে মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি শেষে পুষ্পমালা অর্পন করেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মাকছুদ মাছুদ এ সময় উপস্থিত ছিলেন,জলদী মিয়ার বাজার ব্যবসায়ী কমিটির সাধারন সম্পাদক আতিকুল আলম,পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাব উদ্দীন রবিন,দক্ষিন জেলা ছাত্রলীগ নেতা মানিকুল আলম, দিদারুল আলম,তারেকুল আলম,উপজেলা ছাত্রলীগ নেতা মাইনুদ্দীন মামুন,মহিউদ্দীন,রফিক দিদার,কাইচার,
পৌরসভা ছাত্রলীগ নেতা ইমন প্রমুখ।
প্রসঙ্গত, ১৯৭৭ সালের ১১ আগস্ট বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করলে তৎকালীন সেনা সরকার মৌলভী সৈয়দকে তুলে নিয়ে হত্যা করে।