G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

চট্টগ্রামে টিকার সংকট কেটেছে

0

টিকার সংকট কেটে যাওয়ায় আজ সোমবার থেকে ফের চট্টগ্রামে টিকাদান শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রেই মডার্না ও সিনোফার্মের এবং অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকা প্রদান করা হবে। তবে শুধুমাত্র চসিকের জেনারেল হাসপাতাল ছাড়া সিনোফার্মের প্রথম ডোজের ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে নগরী ও উপজেলার অন্য কেন্দ্রগুলোতে।
এর আগে শনিবার রাতে চট্টগ্রামের জন্য ৩ লাখ ৩৫ হাজার ২৮০ ডোজ ভ্যাকসিন আসে। যার মধ্যে ১ লাখ ৯৯ হাজার ২শ ডোজ সিনোফার্ম এবং ১ লাখ ৩৬ হাজার ৮০ ডোজ মডার্নার ভ্যাকসিন পাওয়া যায়। যা দিয়ে আজ শুরু হবে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকাদানের কর্মযজ্ঞ।
এদিকে, জায়গা সংকুলানের কারণে চসিক জেনারেল হাসপাতালের টিকা কেন্দ্র হিসেবে নতুন আরেকটি কেন্দ্র স্থাপন করা হচ্ছে। যা অদূরেই ফিরিঙ্গি বাজারে চসিকের ইনস্টিটিউট অব হেল্থ টেকনোলজিতে স্থাপিত হবে নতুন কেন্দ্র। যে কেন্দ্র থেকে চসিক জেনারেল হাসপাতালে নিবন্ধনকারীরা শুধুমাত্র প্রথম ডোজ টিকা গ্রহণ করতে পারবেন। তবে সেটি আগামীকাল মঙ্গলবার থেকে চালু করা হবে। আজ সোমবার এ কেন্দ্রে প্রথম ডোজের ভ্যাকসিন প্রয়োগ বন্ধ থাকবে বলে গতকাল রাত সাড়ে দশটায় নিশ্চিত করেন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও চসিক ভ্যাকসিন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডা. সেলিম আকতার চৌধুরী।
তিনি বলেন, ‘জায়গা সংকুলান হচ্ছে না। এত মানুষ টিকার জন্য আসছে, মানুষের সারি নিউমার্কেট পর্যন্ত চলে যাচ্ছে। তাই মানুষের সুবিধার কথা চিন্তা করে ফিরিঙ্গী বাজারের চসিক পরিচালিত ইনস্টিটিউট অব হেল্থ টেকনোলজিতে চসিক জেনারেল হাসপাতালের কেন্দ্র হিসেবে টিকাদানের ব্যবস্থা করা হয়েছে। যা মঙ্গলবার থেকে শুরু হবে। সেখানে আপাতত শুধুমাত্র সিনোফার্মের প্রথম ডোজ টিকা দেয়া হবে। আর চসিক জেনারেল হাসপাতালে সোমবার থেকে সিনোফার্ম, মডার্না ও অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকা দেয়া হবে।’

চমেকে চলবে দ্বিতীয় ডোজ, সীমিত দেয়া হবে প্রথম ডোজ :
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভ্যাকসিন বাস্তবায়ন কমিটির ফোকাল পার্সন ও হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, ‘সোমবার থেকে শুধুমাত্র অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও সিনোফার্মের দ্বিতীয় ডোজ দেয়া হবে। তবে বিশেষ ক্ষেত্রে সীমিত আকারে সিনোফার্মের প্রথম ডোজও প্রদান করা হবে। এরমধ্যে যারা চীনে পড়তে যাচ্ছে এমন নাগরিক, দেশে অবস্থানরত চীনা নাগরিক, যে দেশে সিনোফার্মের টিকা গ্রহণযোগ্য এমন প্রবাসীদের এ টিকার প্রথম ডোজ দেয়া হবে। প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এসব টিকা প্রদান করা হবে। তবে অবশ্যই মেসেজ যাদের দেয়া হবে শুধুমাত্র তারাই টিকা গ্রহণ করতে পারবেন। অযথা মেসেজ ছাড়া কেউ যেন কেন্দ্রে এসে ভিড় না করে সে বিষয়ে অনুরোধ থাকবে।’

আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে প্রথম-দ্বিতীয় সবই চলবে :
নগরীর আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে সোমবার থেকে সিনোফার্মের প্রথম ডোজ প্রদান করা হবে। একই সঙ্গে সিনোফার্ম, মডার্না এবং অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকাও দেয়া হবে। এরমধ্যে বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেয়া হবে। আর সকাল নয়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অন্য টিকার দ্বিতীয় ডোজ এবং সিনোফার্মের প্রথম ডোজ প্রদান করা হবে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও ভ্যাকসিন বাস্তবায়ন কমিটির ফোকাল পার্সন ডা. তানজিমুল ইসলাম বলেন, ‘আজ থেকে সিনোফার্মের প্রথম ও দ্বিতীয় ডোজ এবং মডার্না, অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেয়া হবে। এছাড়া গত ১২ ও ১৪ আগস্ট যারা টিকা গ্রহণ করতে পারেনি, তারা আগামী ১৭ ও ১৮ আগস্ট বিকেল ৩টায় টিকা দেয়া হবে। তবে সবক্ষেত্রেই তালিকাভুক্ত অগ্রাধিকার ব্যক্তিদের প্রাধান্য দেয়া হবে।’

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.