G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

মাদ্রাসা খুলে দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়ে হেফাজত নেতাদের অনুরোধ

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় গিয়ে মাদ্রাসা খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা। বুধবার (১৮ আগস্ট) ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলামের মহাসচিব ও খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসার মুহতামিম নুরুল ইসলাম জেহাদীর নেতৃত্বে হেফাজত ও বিভিন্ন মাদ্রাসার মুহতামিমরা (প্রধান শিক্ষক) মন্ত্রীর বাসায় যান।

মাওলানা নুরুল ইসলাম জেহাদী গ্রেফতার হওয়া আলেমদের জামিনে মুক্তি দেওয়ায় মন্ত্রীকে ধন্যবাদ জানান। গ্রেপ্তারকৃত অন্য আলেমদের অবিলম্বে মুক্তির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কওমি মাদ্রাসা খুলে দেওয়ার জন্য অনুরোধ জানান তারা। মন্ত্রী সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বলে জানান আলেমরা।

এ প্রসঙ্গে নুরুল ইসলাম জেহাদী বলেন, ‘আমরা সারাদেশের প্রধান প্রধান মাদ্রাসার মুহতামিমদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলাম। কিন্তু করোনা সংক্রমণের কারণে স্বরাষ্ট্রমন্ত্রী ৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে যেতে অনুরোধ করেন।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন— হেফাজত নেতা ও জামিয়া নুরিয়া কামরাঙ্গিচর মাদ্রাসার মুহতামিম আতাউল্লাহ হাফেজ্জী, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মাওলানা মুহাম্মাদ ইয়াহিয়া, সিলেট জামিয়া দরগাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী ও ব্রাহ্মণবাড়িয়া জামিয়া দারুল আরকামের মুহতামিম মাওলানা সাজিদুর রহমান।
সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.