মুহাম্মদ মিজান বিন তাহের
বাঁশখালী (চট্টগ্রাম ) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব সাধনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিসেস শিলু রায় চৌধুরী অবসরে যাওয়ায় বিদায় সংবর্ধনা দিলো বিদ্যালয় পরিচালনা পরিষদ ও স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ । আজ বুধবার দুপুরে বিদ্যালয়ের হল রুমে এ বিদায় সংর্বধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাবু তাপস কুমার নন্দী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম । প্রধান আলোচক ছিলেন, সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন চৌধুরী খোকা,বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু বকর মোহাম্মদ সিদ্দীকি, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা নিলয় বিশ্বাস, বাঁশখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল্লাহ, চন্দনা দাশ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিমুল কান্তি দেব, পরিচালনা পরিষদের সদস্য এনায়েত উল্লাহ, শিক্ষক দোলন দাশ,শিক্ষিকা সেলিনা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষিকা মিসেস শিলু রায় চৌধুরী’র হাতে ক্রেষ্ট ও উপহার তুলে দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার।