G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বাঁশখালীতে ৪ হাজার ৬ শত ৫০ পিস ইয়াবা সহ ২ মাদক পাচারকারী আটক

0

 

মুহাম্মদ.মিজান বিন তাহের

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের অভিযানে ৪ হাজার ৬শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে বাঁশখালী থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।

থানা সূত্রে জানা যায়, রবিবার (২৯আগস্ট ) সন্ধা সাড়ে ৭ টার দিকে বাঁশখালী থানাধীন দক্ষিন পুঁইছড়ি (আনোয়ারা- বাঁশখালী – পেকুয়া) আঞ্চলিক মহাসড়কে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বাঁশখালী থানার বাঁশখালী থানার এস.আই(নিঃ) বাবুল মিয়া সঙ্গীয় ফোর্স
সহ নিয়ে পুঁইছুড়ি এলাকায় সন্ধায় অভিযানে চালিয়ে (চার হাজার ছয়শত পঞ্চাশ) পিস ইয়াবা সহ কক্সবাজার জেলার উখিয়া গুমডুম, ব্লক- ই -১২ এর মৃত জহির আহমদের পুত্র নুর মোহাম্মদ (২৪) ও উখিয়া ব্লক সি-১৩ এলাকার মৃত সুলতানের পুত্র মোঃ রফিক(৫৫) কে আটক করা হয়।

এ বিষয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ সফিউল কবীর বলেন,গোপন সংবাদের ভিত্তিতে পুইঁছুড়ি ফুটখালী ব্রীজের দক্ষিন পার্শ্বে বাঁশখালী- পেকুয়া আঞ্চলিক মহাসড়ক থেকে ৪ হাজার ৬ শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক পাচারকারী কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হবে।

Leave A Reply

Your email address will not be published.