G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে ভোগ্যপন্য বিতরন

0

মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামেরর বাঁশখালীতে শারদীয় দূর্গাপূজা ২০২১ ইং উদযাপন উপলক্ষে বাঁশখালী উপজেলা প্রসাশনের উদ্যোগে ভোগ্যপন্য বিতরন করা হয়েছে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইদুজ্জান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-১৬ বাঁশখালীর সংসদ সদস্য  আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালীব সাদলী।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোঃ আজিজুল হক,উপজেলা যুবলীগের সভাপতি তাজুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের আহবায়ক আশীষ কুমার শীল, সদস্য সচিব উত্তম করণ,পৌরসভা উদযাপন পরিষদের আহবায়ক নির্মল কান্তি রুদ্র, সদস্য সচিব ত্রীদীপ মজুমদার, ঝুন্টু কুমার দাশ,প্রদীপ গুহ, টুটুল চক্রবর্তী,রাকেশ সহ প্রমুখ।

এ ছাড়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের  সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

এবার বাঁশখালীতে ৮৪ টি পূজা মন্ডপে দূগাপূজা ও ১২৭ টি ব্যাক্তিগত ঘট পূজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও গ্রহন করা হয়েছে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলার ২১১ টি পূজা মন্ডপের সভাপতিদের হাতে বরাদ্দকৃত জিআর চাল ডিও এর চেক তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আমাদের দেশে দূর্গাপূজা একটি বড় ধর্মীয় উৎসব। এই উৎসব টি অনেক উৎস উদ্দীপনায় প্রতি বছর পালিত হয়। বাঁশখালী সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্তের একটি এলাকা। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ আমরা বিভিন্ন ধর্মের লোকজন শান্তিপূর্ণ ভাবে বসবাস করি। ‘ধর্ম যার যার উৎসব সবার’ এই স্লোগানকে স্মরণ করিয়ে দিয়ে এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী আরো বলেন, আমরা মুসলমানরা যেভাবে স্বাধীনভাবে নিজেদের ধর্মীয় উৎসব পালন করি তেমনি সনাতনী সম্প্রদায়ের ভাইয়েরাও শান্তিপূর্ণ ভাবে দূর্গোৎসব পালন করবে। তিনি বলেন, এই দূর্গোৎসবে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাদেরকে ধরে পুলিশ এবং আমাকে খবর দেবেন। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করা হবে ইনশাল্লাহ। তিনি আরো বলেন, আমি অন্যায়কে কখনও প্রশ্রয় দেইনি আগামীতেও দেবনা। এই দূর্গোৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক  নিরাপত্তা প্রদানের জন্য  ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সম্প্রীতির বাঁশখালী হিসেবে অনেক সুনাম রয়েছে। এ সুনামকে ধরে রাখতে সকল সম্প্রদায়ের লোকজনকে সহমর্মিতা ও ধৈর্য ধারণ করতে হবে। তিনি বাঁশখালীর  সম্প্রীতি যাতে নষ্ট না হয় সে জন্য সতর্কতা অবলম্বন করার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি এবারে শারদীয় দুর্গা পূজা উৎসব সফল করতে সকলের সহযোগীতা কামনা করেন এবং  তিনি বাঁশখালীর  সনাতন ধর্মের সবাইকে শারদীয়া দূর্গা পূজা শুভেচ্ছা জানান।

Leave A Reply

Your email address will not be published.