রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। বুধবার সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়।
খালেদা জিয়ার চিকিৎসক দলের অন্যতম সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নয়া দিগন্তকে নিশ্চিত করেন।
শায়রুল জানান, বেগম খালেদা জিয়া মঙ্গলবার বিকালে হাসপাতালে আসেন। বিকেল হয়ে যাওয়ায় সব পরীক্ষা-নিরীক্ষা শুরু করা সম্ভব হয়নি। বুধবার সকাল থেকে সবগুলো পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে।
পরীক্ষা করানোর পর রিপোর্টগুলো এলে চিকিৎসক বোর্ড সদস্যরা পর্যালোচনা করবেন। এরপর তার স্বাস্থ্যের বিস্তারিত অবস্থা জানানে হবে।
মঙ্গলবার বিকালে শারীরিক অবস্থার ফলোআপ করাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সি-তাজ২৪.কম/এস.টি