G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

রাসুল (স.)’র সুন্নাতসমূহ বিজ্ঞানসম্মত ও সর্বযুগে কার্যকর

দরবারে গারাংগিয়া বাঁশখালী শাখার মিলাদুন্নবী (স.) ও ইছালে সাওয়াল মাহফিলে বক্তারা

0

জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীজি (স.)’র সুন্নাত আদর্শ অনুকরণ ও অনুসরণ করাই ইসলাম। রাসুল (স.)’র সুন্নাতসমূহ বিজ্ঞানসম্মত ও সর্বযুগে কার্যকর। নবীজি (স.)’র জীবন, দর্শন ও কর্ম যে যতটুকু অনুসরণ করবেন, তিনি ততটুকু সপলতা ও কল্যাণ লাভ করবে। বাঁশখালীর রামদাশ মুন্সিরহাট বাজার সংলগ্ন নুরজাহান কনভেনশন হলে ১২ নভেম্বর জুমাবার সকাল দশটায় দরবারে গারাংগিয়া যিকির মাহফিল পরিচালনা কমিটি বাঁশখালী শাখার উদ্যোগে বার্ষিক ৫ম মিলাদুন্নবী (স.), মাসিক যিকির ও ইছালে সাওয়াব মাহফিল অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। মাওলানা জাহাঙ্গীর আলমের পরিচালনায় মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রাহনুমায়ে শরীয়ত-তরিক্বত, গারাংগিয়ার পীর ও শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্টের প্রতিষ্ঠাতা শাহসুফি মাওলানা মাহমুদুল হক মজিদী। সকাল ১০টায় শুরু হয়ে পাঁচ অধিবেশনে ভাগ হয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন খালিফায়ে গারাংগিয়া আলহাজ্ব শাহ মাওলানা আহমদ নজির, আলহাজ্ব শাহ মাওলানা ছাবের আহমদ রশিদী, আলহাজ্ব ডা. ফররুখ আহমদ। বিভিন্ন অধিবেশনে আলোচনা করেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শাহ আলম, শাহ মাওলানা ইউসুফ বিন নুরী, আলহাজ্ব শেখ মাওলানা নুর মোহাম্মদ ছিদ্দিকী, মাওলানা ড. এনামুল হক মুজাদ্দেদী, মাওলানা আজিজুল ইসলাম, শাহ মাওলানা মীর আহমদ আনচারী, মাওলানা মুহাম্মদ তৈয়ব ফারুকী, মাওলানা শাহাব উদ্দীন, মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা আব্দুল জব্বার, কারী মাওলানা হারুনুর রশিদ নূরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আ ন ম শাহাদত আলম, মাওলানা হাফেজ নুর হোসেন। আরো উপস্থিত ছিলেন মাওলানা নুরুল আজিম, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আবু রাশেদ মহিউদ্দিন ছিদ্দিকী, মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিন, মাওলানা সোহেল তাজ, মাওলানা মীর মোরশেদুল আলম, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা মোহাম্মদ হাসান, সুফি আব্দুল হালিম, শাহজাদা মাওলানা জোনাইদুল হক, শাহজাদা মাওলানা আয়াজুল ইসলাম ছিদ্দিকী, শাহজাদা মাওলানা শোয়াইবুল ইসলাম, মাওলানা হেফাজ উদ্দিন, মাওলানা ওসমান গণি, মাওলানা ইউসুফ ফারুকী, মাওলানা রফিকুল আলম, মাওলানা মোবারক হোসেন, শাহজাদায়ে আহমদ নজির মাওলানা আরিফুল ইসলাম প্রমুখ।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.