G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

সাতক্ষীরায়-পরিবারের তৃতীয় সদস্য ইউপি চেয়ারম্যান হলেন মেয়ে

0

 

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাফিয়া পারভীন। মা–বাবার পর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে মেয়ে এবার চেয়ারম্যান নির্বাচিত হলেন।

গতকাল রোববার তৃতীয় ধাপে কৃষ্ণনগর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী রবিউল্লাহ বাহার ও নৌকার প্রার্থী শ্যামলী রানী অধিকারীকে হারিয়ে জাতীয় পার্টির সাফিয়া পারভীন জয়ী হয়েছেন। সাফিয়া পারভীনের বাবা জাতীয় পার্টির নেতা মোশাররফ হোসেন ও মা আকলিমা খাতুন—দুজনই এর আগে কৃষ্ণনগর ইউপির চেয়ারম্যান ছিলেন।
২০১৮ সালে ৮ সেপ্টেম্বর রাতে মোশাররফ হোসেনকে কৃষ্ণনগর বাজারে যুবলীগ কার্যালয়ের সামনে গুলি করে হত্যা করা হয়। মোশাররফ হোসেনের মৃত্যুর পর ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি ওই ইউপিতে উপনির্বাচন হয়। সেখানে লাঙল প্রতীক নিয়ে মোশাররফ হোসেনের স্ত্রী আকলিমা খাতুন জয়ী হন। এরপর ওই ইউপিতে আবার ভোট হলে মোশাররফ হোসেনের মেয়ে সাফিয়া পারভীন চেয়ারম্যান নির্বাচিত হন। সাফিয়া পারভীন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য।

কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, বেসরকারিভাবে জাতীয় পার্টির প্রার্থী সাফিয়া পারভীন বিজয়ী হয়েছেন। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৩৮৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ৬ হাজার ৮৭৫ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী পেয়েছেন ৭ হাজার ২৩৮ ভোট। এর মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী শ্যামলী রানী অধিকারী জামানত হারিয়েছেন।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.