প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী।রুদ্র ধর (১৪)পিতা মৃত পিন্টু ধর, মাতা তৃষ্ণাধর ,মানসিক ভারসাম্যহীন একটি ছেলে পূর্বগোমদন্ডী ৪নং ওয়ার্ড,পৌরসভা, বনিকপাড়ান,(কবিয়াল রমেশ শীলের সমাধী সংলগ্নবাড়ী)উপজেলা,বোয়ালখারী,চট্টগ্রাম হইতে ৩-১২-২০২১ রোজ শুক্রবার বিকর ৫টা সময় নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখোঁজির পরও এখনো পযর্ন্ত তার সন্ধান পাওয়া যায়নি।তার স্হায়ী বাড়ী ৩নং মধ্যম বেতাগী,থানা রাঙ্গুনিয়া। সে মামার বাড়ীতে প্রায় ১২ দিন আগে বেড়াতে এসেছিল। তার গোলাকার চেহারা,হেংলা পাতলা,মাথা কাত করে হেটে,চট্টগ্রামের ভাষায় কথা বলে,একঘেয়েমি স্বভাবের। গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৫ফুট। এ ব্যাপারে আজ বোয়ালখালী থানায় একটি জি,ডি করান হয়েছে।যাহার নং ১৮৪ তারিখ ০৪-১২-২১ কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানায়,কিংবা তার মামা সুমন ধরকে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
মোবাইল নং ০১৮১৮-৮৭৯৯১২।