G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

কাল আগ্রাবাদস্থ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের পবত্রি শবে বরাত মাহফিল

0

কাল ১৮ মার্চ ২০২২ শুক্রবার শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ কর্তৃক পরিচালিত আগ্রাবাদস্থ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে বাদ মাগরিব পবত্রি শবে বরাত মাহফিল গারাংগিয়ার পীর ও শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্টের প্রতিষ্ঠাতা শাহসুফি মাওলানা মাহমুদুল হক মজিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ, জিকির এবং ওয়াজ মাহফিল ছাড়াও বিভিন্ন এবাদত বন্দেগীর মাধ্যমে এ কমপ্লেক্সের শবে বরাতের কার্যক্রম চলবে। পীর ছাহেবের হেদায়েতি বয়ান,আখেরী মোনাজাতের মাধ্যমে এ কমপ্লেক্সের শবে বরাতের কার্যক্রম সম্পন্ন হবে।উক্ত মাহফিলে তরিকত্বের বিভিন্ন খলিফা, আলেম-ওলামা উপস্থিত থাকবেন । কমপ্লেক্সের সম্মানিত পরিচালক শাহজাদা মাওলানা মঈনউদ্দীন মজিদী সকল ভক্ত অনুরক্তদের শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের শবে বরাত, মাহফিলে উপস্থিত থাকার আন্তরিক দাওয়াত জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.