এসএসসি পাশ ‘এমবিবিএস ডাক্তার’ র্যাবের জালে আটক
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকা থেকে সঞ্জয় কুমার নাথ (৪৮) নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে র্যাব। আটক সঞ্জয় এসএসসি পাশ হলেও নিজেকে একজন এমবিবিএস ডিগ্রিধারী চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার ও সার্জন পরিচয় দিয়ে আসছিলেন।
বৃহস্পতিবার (১৬ জুন) রাতে বহদ্দারহাট পুলিশ বক্সের পেছনে হক ম্যানসনের নিচতলা থেকে তাকে আটক করা হয়। ভুয়া চিকিৎসক সঞ্জয় হাটহাজারী উপজেলার চিকনদন্ডী এলাকার জহরলাল নাথের ছেলে।
শনিবার (১৮ জুন) বিকালে গণমাধ্যেমে পাঠানো এক বিবৃতিতে এ বিষয়ে নিশ্চিত করেছেন র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, ‘মর্ডাণ ডায়াগনস্টিক সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠান খুলে চিকিৎসার নামে নিরীহ রোগীদের সাথে প্রতারণা করে আসছিল সঞ্জয়। বৃহস্পতিবার (১৬ জুন) বিকালে অভিযান চালিয়ে বিভিন্ন ধরণের ভুয়া ডাক্তারি সরঞ্জামাদিসহ সঞ্জয়কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এসএসসি পাশ হলেও দীর্ঘদিন ভুয়া এমবিবিএস বিশেষজ্ঞ সার্জিক্যাল ডাক্তার সেজে নিরীহ রোগীদের অস্ত্রোপচারসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসাv মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছে বলে স্বীকার করেছে।
এছাড়া পূর্বেও তাকে এ ধরণের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য রাঙ্গুনিয়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সতর্ক করে দিলেও সে বার বার স্থান পরির্বতন করে ১৬ বছর ধরে রোগীদের সঙ্গে প্রতারণা করছে আসছে।ভুয়া নামধারী এমবিবিএস ডাক্তারের পরিচয়ে সাধারন নাগরিকদের ভুল চিকিৎসার কারণে পেশাদার ডাক্তারগণের সুনাম ক্ষুন্ন হওয়ায় জনমনে পেশাদার ডাক্তারদের প্রতি অবিশ্বাস সৃষ্ট হয় যা সামগ্রিকভাবে দেশের চিকিৎসা ব্যবস্থার জন্য হুমকি স্বরুপ।
আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
সি-তাজ২৪.কম/এস.টি