চট্টগ্রাম নগরীর বেশ কিছু স্পটে ফুটপাতের ওপর যাত্রী ছাউনির নামে খুলে দেওয়া হয়েছে দোকান। সৌন্দর্যবর্ধনের জন্য যে টব বসানো হয়েছে—অযত্নে, অবহেলায় তার কিছু কিছু পরিণত হয়েছে রীতিমতো ডাস্টবিনে। এ নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন খোদ চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। সৌন্দর্যবর্ধনে যারা চুক্তি মানেননি, তাদের চুক্তি বাতিলের ঘোষণাও দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৮ জুন) চসিকের ৬ষ্ঠ নির্বাচিত পরিষদের ১৭তম সাধারণ সভায় এ ঘোষণা দেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
এরআগে চলতি বছরের শুরুর দিকে নগরের সৌন্দর্যবর্ধন প্রকল্পে অনিয়ম ও চুক্তির শর্তভঙ্গ করায় সাতটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার নির্দেশ দেন মেয়র রেজাউল করিম চৌধুরী।
এদিকে মঙ্গলবারের সাধারণ সভায় মেয়র রেজাউল বলেন, নগরীর সৌন্দর্যবর্ধনের নামে অপরিকল্পিতভাবে যাদের জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে, তাতে সৌন্দর্যবর্ধনের চাইতে সৌন্দর্যহানি বেশি হয়েছে। ইতোমধ্যে চুক্তি অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন না করায় চুক্তি বাতিল করা হয়েছে এবং আরও বাতিল করা হবে বলেও ঘোষণা দেন তিনি।
এসময় সৌন্দর্যবর্ধনে যেসব ফেন্সিং করা হয়েছে তা আবারও সংস্কার করে দৃষ্টিনন্দন করার জন্য প্রকৌশল বিভাগকে নির্দেশনা দেন মেয়র রেজাউল। তাছাড়া মিড আইল্যান্ডে সৌন্দর্যবর্ধনকারী নির্দিষ্ট প্রজাতির বৃক্ষরোপণ এবং রোপিত গাছগুলোকে সঠিক পরিচর্যা করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে তৎপর হওয়ার নির্দেশ দেন তিনি।
সি-তাজ২৪.কম/এস.টি